Sunday, December 3, 2023
আন্তর্জাতিক

শিশু যৌন নির্যাতনের অভিযোগে ব্রিটিশ ইমামের কারাদণ্ড

যুক্তরাজ্যে ৮১ বছর বয়স্ক কোরান শিক্ষক মোহাম্মদ সাদিককে মেয়ে শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। দণ্ডিত ওই ব্রিটিশ কোরান শিক্ষক মোহাম্মদ সাদিক কার্ডিফের মদিনা মসজিদে প্রায় ৩০ বছর কোরান শিক্ষক হিসাবে পাঠদান করে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৬ হতে ২০০৬ সাল পর্যন্ত তিনি ১৩ বছরের কম বয়সী মেয়েদের উপর নির্যাতন করেন। অভিযোগে বলা হয়, তিনি মেয়েদের সাথে অশোভন আচরণ ও যৌন নিগ্রহও করেন। তার উপর করা অভিযোগের মধ্যে বিচারক তাঁকে ১৪টি অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। এগুলির মধ্যে ০৬ টি অশোভন আচরণ ও ০৮ টি যৌন নিগ্রহের ঘটনা রয়েছে।

সূত্র- বিবিসি