Sunday, September 15, 2024
দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ টি হাতির মৃত্যু

ভুবনেশ্বর: রাতের অন্ধকারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল সাত হাতির। শুক্রবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেনকানল জেলার কমলাঙ্গা গ্রামে। শুক্রবার রাতে ৭টি হাতির মৃত্যু ছাড়াও বিদ্যুত্‍‌স্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থা আরও ৬ হাতির।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, শুক্রবার রাতে একটি চাষের জমি পেরোচ্ছিল কমপেক্ষে ১৩টি হাতি। রাস্তাতেই মাথার ওপরে ঝুলেছিল রেলের হাই ভল্টেজ তার। ওই তারে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭টি হাতির। পূর্ণবয়স্ক ওইসব হাতি পাশের একটি নালায় পড়ে যায়। সকালে ওইসব হাতির মৃতদেহগুলি দেখতে পায় গ্রামের মানুষজন।

আরও ৬ হাতি বিদ্যুত্‍‌স্পৃষ্ট হলেও কোনও ক্রমে বেঁচে গিয়েছে। কিন্ত‌ু গুরুতর আহত অবস্থায় চিকিত্‍‌সা চলছে তাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলের তার কম করে ১৫ ফুট উঁচুতে থাকা উচিৎ। কিন্ত‌ু এখানে মাত্র ৮ ফুট উঁচুতে ছিল। মর্মান্তিক এই ঘটনার পেয়েই ঘটনাস্থলে হাজির হন বন দফতরের অফিসাররা। কারা ওই বিদ্যুতের তার ঝুলিয়ে রেখেছিল তা নিয়ে তদন্ত হচ্ছে।