Thursday, December 12, 2024
দেশ

অক্সফোর্ডের টিকার রিপোর্ট আসার ২৪ ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা সেরাম ইনস্টিটিউটের

পুণে: সোমবার প্রকাশ করা হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল ফলাফল। মেডিক্যাল জার্নাল ‘দি ল্যানসেট’ (The Lancet) জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ChAdOx-1 ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগে ভালো ফল পাওয়া গিয়েছে। এটি মানব শরীরে নিরাপদ। রিপোর্ট প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা করল পুণের সেরাম ইনস্টিটিউট।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, সরকার অনুমতি দিলে শীঘ্রই ভারতেও শুরু হবে এই ওষুধটির হিউম্যান ট্রায়াল। পাশাপাশি, লাইসেন্স পেলে দেশের মাটিতেই লাখ লাখ এই ‘প্রতিষেধক’ তৈরি করবে তাঁরা। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী সংস্থা হল পুণের সেরাম ইনস্টিটিউট।

আদর পুনাওয়ালা জানান, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল সামনে আসার পর এটির কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত তাঁরা। ফলে ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের (ChAdOx1 nCoV-19 বা AZD1222) ট্রায়াল শুরু করা এবং উৎপাদনের গতি বৃদ্ধির বিষয়ে আরও প্রত্যয়ী তাঁরা।

অক্সফোর্ডের এই ভ্যাকসিনটির তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে ব্রিটেন, আমেরিকা, ব্রাজিল মিলিয়ে ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের ওপর। শীঘ্রই শেষ হবে ট্রায়াল। আদর পুনাওয়ালা জানান, ৭ দিনের মধ্যে ভারতে অক্সফোর্ডের টিকার ট্রায়াল শুরু করা হবে।

সোমবার ‘দি ল্যানসেট’ জানিয়েছে, অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি টিকা ৯০ শতাংশ স্বেচ্ছাসেবকের শরীরে করোনা-রোধী শক্তিশালী অ্যান্টিবডি এবং টি-সেল তৈরি করতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত, টি-সেল, রক্তের সাদা একটি অংশ আক্রান্ত কোষগুলোকে খুঁজে বের করতে আর ধ্বংস করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে।