Saturday, February 8, 2025
আন্তর্জাতিক

গুলি করে খুন FBI-র ‘মোস্ট ওয়ান্টেড’ হেজবোল্লার শীর্ষ কমান্ডার হাম্মাদি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লেবাননের আল বাক্কা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন হেজবোল্লার শীর্ষ কমান্ডার শেখ মহম্মদ আলি হাম্মাদি। স্থানীয় সংবাদপত্র আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে বাইকে আসা দুই আততায়ী তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

রহস্যে মোড়া হত্যাকাণ্ড

হাম্মাদিকে কারা খুন করেছে বা হত্যার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যমে উঠে আসছে পরিবারের অভ্যন্তরীণ সংঘাতের সম্ভাবনার কথা। তবে হেজবোল্লা এখন পর্যন্ত এই হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি, এবং কোনো গোষ্ঠীই দায় স্বীকার করেনি। ফলে এই হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে।

দশকের পর দশক FBI-র ‘ওয়ান্টেড’ লিস্টে

শেখ মহম্মদ আলি হাম্মাদি একাধিক জঙ্গি কার্যকলাপের কারণে দীর্ঘদিন ধরে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। ১৯৮৫ সালে পশ্চিম জার্মানিতে লুফথানসার বিমান অপহরণে তার সরাসরি ভূমিকা ছিল। ঐ ঘটনায় ১৫৩ জন যাত্রীর প্রাণ সংশয় ঘটে এবং মার্কিন নাগরিকদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়। এফবিআই এর পর থেকে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করে।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রভাব

হাম্মাদির মৃত্যু শুধুমাত্র লেবানন নয়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, তার মতো হেজবোল্লার একজন প্রভাবশালী নেতার মৃত্যু সংগঠনের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

এদিকে, হেজবোল্লার তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও পর্যন্ত।