Monday, June 16, 2025
Latestদেশ

দেশের নয়া বিদেশ সচিব হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা

নয়াদিল্লি: দেশের পরবর্তী বিদেশ সচিব হচ্ছেন হর্ষ বর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। এর আগে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমান বিদেশসচিব বিজয় কেশব গোখলের দু’বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে, তারপরেই দায়িত্বভার গ্রহণ করবেন হর্ষ বর্ধন শ্রিংলা।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি, ২৮ জানুয়ারি ২০২০ তে শ্রী বিজয় কেশব গোখলের দু’বছরের মেয়াদ শেষের পর হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়োগের অনুমোদন দিয়েছে।


দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ ও আজমিরের মায়ো কলেজ থেকে পড়াশোনা করা শ্রিংলা ১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার। ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে বাংলাদেশ ও থাইল্যান্ডের হাই কমিশনার পদে কাজ করেছেন শ্রিংলা। এছাড়া ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইজরায়েল এবং দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী মিশনের দায়িত্ব সামলেছেন তিনি।

২০২০ সালের মাঝামাঝি সময়ে অবসরে যাবেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দীন। সঞ্জয় ভট্টাচার্য দায়িত্ব ছাড়ার পর তুরস্কেও নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।