আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানি, অযোধ্যায় জারি ১৪৪ ধারা
অযোধ্যা: দেশের অন্যতম বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি আজ, সোমবার থেকে শুরু হল। অযোধ্যায় জারি হল ১৪৪ ধারা। অযোধ্যার জেলাশাসক অনুজ ঝা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। তবে প্রশাসন জানিয়েছে, দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে বিশেষ নজর রাখা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে অনুজ ঝা টুইটে জানিয়েছেন, স্থানীয় ও পর্যটকদের সুরক্ষার কথা বিবেচনা করে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ইঙ্গিত অনুযায়ী, আগামী ৮ নভেম্বর রায় ঘোষণা হতে পারে। রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ৬ আগস্ট অযোধ্যা মামলার শুনানি শুরু করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ১৭ অক্টোবরের মধ্যেই অযোধ্যা মামলার শুনানি শেষ করবে শীর্ষ আদালত। সে জন্য প্রতিদিন শুনানির ব্যবস্থা করা হয়।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, অযোধ্যার ২.৭৭ একরের বিতর্কিত জমিটি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রাম লালার মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। তবে এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪ টি আবেদন জমা পড়েছে।
এদিকে, শনিবার বিশ্ব হিন্দু পরিষদ দীপাবলিতে বিতর্কিত ভূমিতে ৫১০০ প্রদীপ জ্বালানোর দাবি জানিয়েছে। অনুমতির জন্য সংগঠনের নেতারা ফৈজ়াবাদের ডিভিশনাল কমিশনার মনোজ মিশ্রের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন। তবে এর প্রতিবাদ জানিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। প্রশাসন জানিয়েছে, যাতে উত্তেজনা না ছড়ায় তাই আগেভাগেই অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।