Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে স্কটল্যান্ড

এডিনবরা: মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি প্যাড অত্যন্ত প্রয়োজনীয়। তবে অত্যধিক দামের কারণে অনেক নারী তুলা বা কাপড় ব্যবহার করেন, যার একটি সুদূরপ্রসারী প্রভাব রয়ে যায় নারীর জরায়ুর ওপর। এদিক দিয়ে বিশ্বে নজির গড়ল স্কটল্যান্ড (Scotland)। এই প্রথম কোনও দেশ সব বয়সের মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাডের (sanitary pad) বন্দোবস্ত করল।

মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার জন্য স্কটল্যান্ডের পার্লামেন্টে সর্বসম্মত ভাবে আইন পাশ করেছে। কমিউনিটি সেন্টার, ইয়ুথ ক্লাব, ওষুধের দোকানে বিনামূল্যে এই সামগ্রী পাওয়া যাবে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন এই আইনকে ‘মহিলা ও কিশোরীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি’ হিসেবে উল্লেখ করেছেন। টুইটে তিনি বলেছেন, এতদিনের প্রথাগত নিয়মকে ভেঙে দেওয়ার পক্ষে ভোট দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ভীষণ খুশি যে স্কটল্যান্ড প্রথম কোনও দেশ যারা বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে।

২০১৯ সালের এপ্রিলে স্কটিশ লেবারের স্বাস্থ্য মুখপাত্র মনিকা লেনন পার্লামেন্টে বিলটি পেশ করেন। মহিলাদের পাশে দাঁড়াতে সবার জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাডের কথা বলেছিলেন তিনি। সেই লক্ষ্যেই এবার আইন পাশ হল পার্লামেন্টে।

উল্লেখ্য, ব্রিটিশ যুক্তরাজ্যের মহিলারা স্যানিটারি প্যাড ব্যবহারে অনেকটাই পিছিয়ে। ২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী, প্রতি ১০ জনে এক জন মহিলা স্যানিটারি প্যাড জোগাড় করতে অক্ষম।