২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার নির্দেশনা দিল কেন্দ্র
নয়াদিল্লি: আনলক-৪ পর্বে খুলছে স্কুল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত নির্দেশিকায় জানিয়েছে, স্বাস্থ্য বিধি মেনে ২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে।
কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান ফটকে থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে ও স্কুল চত্বরে থাকা শিক্ষক, স্কুলকর্মী ও পড়ুয়াদের মুখে মাস্ক অথবা কাপড়ের আচ্ছাদন থাকা আবশ্যিক। ক্লাসে ৬ ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
এছাড়া স্কুল খোলার আগে সমস্ত ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। ১ শতাংশ হাইপোক্লোরাইট সলিউশন, অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক মিশ্রণ এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যে সমস্ত স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছিল, সেগুলি খোলার আগে গোটা চত্বর ভালো করে পরিষ্কার করতে হবে।
স্কুলে হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি, অনলাইন পঠনপাঠন চালু থাকবে। পড়ুয়ারা স্কুলে উপস্থিত হতে চাইলে অভিভাবকের সই-সহ অনুমতি থাকা জরুরি। পড়ুয়াদের মেস বা ক্যান্টিন আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় আপাতত বন্ধ থাকবে।


