Thursday, April 25, 2024
Latestরাজ্য​

৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন, ১০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ: মমতা

কলকাতা: শনিবার দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি জানান৷ এরপর শনিবার বিকালে নবান্নে করোনা নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন বাড়ানো হলো। একইসঙ্গে আগামী ১০ জুন অবধি স্কুল ও কলেজ বন্ধ থাকবে৷

মুখ্যমন্ত্রী বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এদিনই স্পষ্ট করবেন লকডাউন বাড়ানো হবে কিনা। তবে আজকের বৈঠকে কার্যত স্পষ্ট যে, লকডাউন বাড়ানো হবে। সেই বৈঠকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন লকডাউন বাড়ানোর জন্য। এদিকে ইতিমধ্যেই পাঞ্জাব ও ওড়িশায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। এবার সেই পথেই হাটলো বাংলা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকালে ঘোষণা করেন, সকল অনলাইন ডেলিভারি অ্যাপকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমস্ত খাদ্য বিপণনি ব্যবস্থা খোলা থাকবে। পাশাপাশি, পয়লা বৈশাখের পর আবারও দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ করার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি, রাজ্যবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, রাস্তায় কোনওরকম ভিড় বা জমায়েত কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, অনুগ্রহ করে বলছি৷ লকডাউন মেনে চলুন৷ বাড়িতে থাকুন৷ সব ধর্মীয় আচার-অনুষ্ঠান বাড়িতে বসে পালন করুন৷ রাস্তায় অযথা ভিড় করবেন না৷