ব্যালট পেপারে নয়, ভোট হবে ইভিএম মেশিনে, জানাল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: ব্যালট পেপারে নয়, নির্বাচন হবে ইভিএম মেশিনে। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কয়েকটি রাজ্যের আসন্ন বিধানসভা ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপার ব্যবহারের দাবি জানিয়ে পেশ করা হয় জনস্বার্থ মামলা। তবে এদিন সুপ্রিম কোর্ট ওই আবেদন খারিজ করে দিল।
ন্যায়ভূমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সওয়াল করে যে, ইভিএমে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে বলে অবাধ, নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে তার ব্যবহার করা উচিত নয়। তারাই ব্যালটপত্রে ভোটগ্রহণের দাবিতে জনস্বার্থ পিটিশন দিয়েছে। কিন্তু তার সঙ্গে একমত নয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ।
Supreme Court today rejected a PIL seeking a direction to the Election Commission of India (ECI) to hold 2019 General Election and state assembly polls with ballot system or papers instead of EVM (Electronic Voting Machines).
— ANI (@ANI) 22 November 2018
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, প্রতিটি ব্যবস্থা, যন্ত্রই ব্যবহার করা যায়, তার অপব্যবহারও হতে পারে। সন্দেহ, সংশয় সব ক্ষেত্রেই থাকে। ইভিএম নিয়ে সন্দেহ, সংশয়ের আশঙ্কা সমর্থন করে চলতি সিস্টেম বাতিল করতে রাজি নয় শীর্ষ আদালত।
প্রসঙ্গত, এর আগেও বহুবার অভিযোগ উঠেছে, ইভিএমের অপব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক কালে বেশ কয়েকটি নির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই ইভিএমে গন্ডগোল হওয়ার ঘটনায় বিরোধীদের দাবি সমর্থিত হলেও সুপ্রিম কোর্ট তা মানতে রাজি নয়।