Monday, March 17, 2025
দেশ

৭ দিনের মধ্যে রাজীব কুমারের জবাব তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ৭ দিনের কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সারদাকাণ্ডে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে সিবিআই। রাজীবকে গ্রেফতার করার অনুমতি চেয়ে সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে রাজীব কুমারকে নোটিস দিল আদালত। এই মামলার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী সোমবারের মধ্যে জবাব দিতে বলেছে রাজীব কুমারকে। সিবিআইয়ের অভিযোগ, সারদা মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট করেছেন।

শনিবার রাজীব কুমারকে গ্রেফতার করতে চেয়ে সুপ্রিম কোর্টে নয়া আপিল করে সিবিআই। রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানায় সিবিআই। এর আগে গত ২৬ মার্চ সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করে সিবিআই। সিবিআইয়ের দাবি, হেফাজতে নিয়ে জেরা করলেই সারদা কর্তাদের সঙ্গে রাজনীতিকদের ষড়যন্ত্র প্রকাশ্যে আনা সম্ভব হবে।