‘ওম’ বা ‘গরু’ শুনলেই অনেকের চুল খাড়া হয়ে যায়, এটা দুর্ভাগ্যজনক, বললেন মোদী
মথুরা: বুধবার মথুরায় স্বচ্ছতা হি সেবা, ২০১৯, ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিস কন্ট্রোল ও ন্যাশনাল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশুখাদ্য, পর্যটন ও রাস্তা নির্মাণ সংক্রান্ত উত্তরপ্রদেশ সরকারের ১৬টি প্রকল্পও চালু করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, গরু কিংবা ওম শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তাঁরা মনে করেন, দেশ বোধহয় ষোড়শ শতকে ফিরে গেল। তবে গবাদি পশু ছাড়া কি গ্রামীণ অর্থনীতির কথা ভাবা যায়!
প্রধানমন্ত্রী বলেন, ভারতের অর্থনীতির দিক পরিবেশ ও প্রাণীকুল সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা নতুন ও শক্তিশালী ভারতের দিকে এগোতে পারব যদি প্রকৃতি ও অর্থনৈতিক উন্নতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারি। এ দিন এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নতুন এই প্রকল্পে ১২ হাজার ৬৫২ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০২৪ সাল পর্যন্ত সম্পর্ণ বিনা খরচে ৫০ কোটি গবাদি পশুকে ‘ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’-এর প্রতিষেধক টিকাদান করা হবে। পশুদের তালিকায় আছে গরু, মোষ, ভেড়া, ছাগল ও শুয়োর। এছাড়াও এই কর্মসূচির অন্তর্গত ব্রুসেলোসিস অসুখের টিকাও দেওয়া হবে।
প্রধানমন্ত্রী এদিন কথা বলেন কৃষক, পশু চিকিৎসক ও প্লাস্টিক বর্জ্য সাফাইকারীদের সঙ্গে। তিনি নিজে প্লাস্টিক বর্জ্য সাফাইকারী মহিলাদের সঙ্গে বসে কথা বলেন এবং স্বয়ং নিজেই তাঁদের সাথে বসে প্লাস্টিক কুড়ান। সাফাইকারীদের বোঝান এই কাজ কতটা গুরুত্বপূর্ণ।