Sunday, June 22, 2025
Latestআন্তর্জাতিক

মার্কিন মুলুকে ‘হাউডি’র পরে আজ ব্যাংককে ‘সাওয়াসদি মোদী’

ব্যাংকক: শনিবার সকালে ৩ দিনের থাইল্যান্ড সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে নমো ASEAN (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির অ্যাসোসিয়েশন) সম্মেলনে যোগ দেবেন। এছাড়া পূর্ব এশিয়া সম্মেলন এবং মুক্ত আঞ্চলিক বাণিজ্য সম্মেলন (RCEP)-এও অংশ নেবেন তিনি।

ব্যাংককে আজ, শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায় ‘সাওয়াসদি মোদী’ ইভেন্টে ভারতীয় বংশোদ্ভূতদের সামনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। গত ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হিউস্টনে ঠিক যে ভাবে ‘হাউডি মোদী’ হয়েছিল, সে ভাবেই আজ ব্যাংককে হবে ‘সাওয়াসদি মোদী’।


থাইল্যান্ডে স্বাগত জানানো কে ‘সাওয়াসদি’ বলা হয়। এটি সংস্কৃত শব্দ ‘স্বস্তি’ থেকে নেওয়া হয়েছে। এছাড়া গুরু নানকের ৫৫০ তম জন্ম বার্ষিকী পূর্তি উপলক্ষে বিশেষ কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তামিল সাহিত্য ‘তিরুক্কুরাল’ এর থাই অনুবাদও প্রকাশ করবেন মোদী। পাশাপাশি ASEAN সামিটে যোগ দিলে আসা বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।