দীপাবলিতে ৬০০ কর্মীকে গাড়ি উপহার দিচ্ছেন এই ব্যবসায়ী
সুরাট: পূজা বা দীপাবলি উপলক্ষে সব কোম্পানিই বোনাস দেয়। বেতনের সঙ্গে বাড়তি বোনাস খুব সাধারণ ব্যাপার। কিন্তু দীপাবলি উপলক্ষে গাড়ি উপহার পাওয়ার কথা হয়তো কোনও বেসরকারি সংস্থার কর্মী কখনও কল্পনাই করতে পারবেন না। তবে গুজরাটের সুরাটের ধনাঢ্য ব্যবসায়ী শিবাজী ঢোলাকিয়ার কাছে এটা নতুন কোনও বিষয় নয়।
সৌরাষ্ট্রের আমরেলি জেলার দুধালা গ্রামের বাসিন্দা শিবজি ঢোলাকিয়ার সংস্থার নাম রামকৃষ্ণ এক্সপোর্টাস। গুজরাট ছাড়াও মুম্বাইতেও দপ্তর রয়েছে। প্রতিবছরই দিওয়ালিতে তিনি তাঁর সংস্থার কর্মীদের দামি দামি উপহার দিয়ে থাকেন। এবছরও সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। প্রায় ৬০০ কর্মীকে দীপাবলি উপলক্ষ্যে গাড়ি উপহার দিচ্ছেন তিনি। কয়েকজন কর্মীকে আবার ফ্ল্যাটও উপহার দেবেন তিনি।
કેમ સુરતના આ ઉદ્યોગપતિ કર્મચારીઓને દિવાળી બોનસમાં આપે છે લાખોની કાર ?#Gujarat #Surat @SavjiDholakia pic.twitter.com/SRGbxnp7XA
— Tv9 Gujarati (@tv9gujarati) 25 October 2018
চলতি বছর অাগস্ট পর্যন্ত যারা তাঁর সংস্থায় ২৫ বছর ধরে কাজ করছেন তাঁদের তিন কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ উপহার দিয়েছেন তিনি। এবারই প্রথম নয় প্রতিবারই তিনি সংস্থার কর্মীদের এভাবেই পুরষ্কৃত করেন। সৌরাষ্ট্রের আমরেলি জেলার দুধালা গ্রামের বাসিন্দা শিবজি ঢোলকিয়ার।
শিবজি ঢোলকিয়ার। নিজের কাকার কাছে ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। সেই ব্যবসা ক্রমশ সাফল্য পেতে পেতে এতটাই বিস্তারিত হয়েছে যে এখন গুজরাটের ধনী শিল্পপতিদের মধ্যে একজন শিবজি। তবে এই অর্থের প্রচুর্য যাতে ছেলের উপর প্রভাব বিস্তার করতে না পারে সেকারণে তিনি পুণেতে ছেলেকে চাকরি করতে পাঠিয়েছেন।
ঢোলাকিয়ার সংস্থার এক কর্মী জানিয়েছেন, তাঁরা তাঁদের সহৃদয় মালিককে কাকাজী বলে সম্বধন করে থাকেন। তিনি আমাদের নিজের পরিবারের মত মনে করেন। তবে ঢোলাকিয়া জানিয়েছেন, এই ঘটনাকে তিনি প্রচারের আলোয় আনতে পচ্ছন্দ করছেন না। এটি তাঁর কর্মীদের প্রতি কর্তব্যের সামিল।