Tuesday, March 25, 2025
আন্তর্জাতিক

বোরকা ছাড়াই শপিং মলে সৌদি নারী, নিমিষেই ভাইরাল

রিয়াদ: পর্দার বিধান থাকায় বাইরে বের হতে হলে সৌদি আরবে নারীদের আবায়া (বোরকা) পোশাক পরতে হয়। অতিরক্ষণশীল দেশটিতে এটাকে সৌন্দর্যের বিধান হিসেবে দেখা হয়। কিন্তু সম্প্রতি রিয়াদের একটি শপিং মলে পাশ্চাত্য ধাঁচের পোশাকে চুল উড়িয়ে চলতে দেখা গেল রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারীকে। তাঁর তরুণীর চালচলনে কোনও সংকোচ নেই। পায়ে উঁচু জুতা, গায়ে পাশ্চাত্য ধাঁচের দৃষ্টিনন্দন পোশাক। চুলগুলো খোলা।

তিনি যখন হেঁটে যাচ্ছিলেন, তখন সবার নজর ছিল তাঁর প্রতি। পোশাক-পরিচ্ছদের ওপর থাকা নিষেধাজ্ঞা অমান্য করে গত সপ্তাহে রাজধানী রিয়াদের একটি বিপণিবিতানে এভাবেই হাজির হন এক সৌদি নারী। বিষয়টি শুধু সৌদি আরবেই নয়, সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তাঁকে রাস্তায় হাঁটতে দেখে পথচারীরা ভেবেছিলেন, তিনি কোনও তারকা হবেন। কিন্তু আদতে না নন। তিনি একজন সাধারণ নারী। তাঁর নাম মাশায়েল আল-জালুদ (৩৩)। তিনি রিয়াদে একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

মাশায়েলের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক নারী তো প্রশ্নই করে বসেন, আপনি কি তারকা? আপনি কি মডেল? হেসে উত্তর দেন মাশায়েল, না, আমি তারকা নই। আমি একজন সাধারণ সৌদি নারী।

প্রসঙ্গত, গত বছর সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন সৌদি নারীদের পোশাকের বিধিবিধান শিথিল করার ইঙ্গিত দেন। যদিও সেটি এখনও আইনে পরিণত হয়নি। মাশায়েল বলেন, এখানে কোনও নির্দিষ্ট আইন নেই, নীতি নেই। আমার ক্ষতি হতে পারে। বোরকা ছাড়া বাইরে বের হওয়ার কারণে আমি ধর্মীয় উগ্রবাদীদের হাতে আক্রমণের শিকার হতে পারি।