Friday, June 20, 2025
Latestদেশ

ভারতে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত

নয়াদিল্লি: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেল শোধনাগার খাতে ভারতে প্রায় ৭ হাজার কোটি ডলারের বিনিয়োগ নিয়ে আলোচনা করছে। এর আগে তেল শোধনাগার খাতে ভারতে ৪ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

গত বুধবার সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন সংযুক্ত আরব আমিরাত সফরে যান। সেখানে আবুধাবির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকে এ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছরই প্রথমবারের মতো ভারতে তেল শোধনাগার এবং পেট্রো-কেমিক্যালস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেয় সৌদি আরব ও আমিরাত। এর মাধ্যমে ভারতের বাজারে প্রতিদিন প্রায় ছয় লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

সৌদি আরবের সরকারি তেল ও গ্যাস কোম্পানি ‘সৌদি আরামকো’ এবং আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক)  যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করবে বলে খবর।