ভারতকে ৮০ টন অক্সিজেন উপহার দিল সৌদি আরব
রিয়াদ: করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা ভারত। প্রায় প্রতিদিনই তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বাড়ছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌদি আরব (Saudi Arabia)। ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন (80 metric tonnes of oxygen) উপহার দিল মধ্যপ্রাচ্যের এই দেশটি।
সৌদি আরবে ভারতীয় দূতাবাস টুইটে জানিয়েছে, করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবিলায় ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন উপহার হিসেবে পাঠিয়েছে সৌদি আরব।
টুইটে আরও বলা হয়েছে, ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাঁদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
পাশাপাশি, অক্সিজেনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকেও অক্সিজেন আমদানি করছে ভারত। এদিকে, দিল্লি হাইকোর্ট এক মামলার রায়ে বলেছে, করোনা হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। সরবরাহে ব্যাঘাত ঘটালে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কাউকেই ছে়ড়ে কথা বলা হবে না।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

