Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

রিয়াদ: সৌদি আরবের বন্দি শিবিরে আটক রয়েছে বেশ কিছু রোহিঙ্গা। তবে তাদের এবার ফেরত পাঠাচ্ছে দেশটি। এক্ষেত্রে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশকেই বেছে নিয়েছে সৌদি আরব। একশোর বেশি রোহিঙ্গাকে একরকম জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভুয়া পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়ার পর আটক হওয়া রোহিঙ্গাদের ফিরতে বাধ্য করছে সৌদি প্রশাসন। এক্ষেত্রে একটি নথিতে তাদের স্বাক্ষর রাখা হচ্ছে। যেখানে লেখা রয়েছে, রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরছে। এই স্বাক্ষরের জন্য রোহিঙ্গাদের ওপর শারীরিক নিপীড়নও চালানো হচ্ছে বলে মানবাধিকার কর্মী ও বন্দি রোহিঙ্গারা গণমাধ্যমকে জানিয়েছে।

সৌদি আরবের তরফেবলা হয়েছে, যে সমস্ত রোহিঙ্গারা বর্তমানে সৌদি আরবে আটক রয়েছে তারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছে। সেকারণে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে ওইসব রোহিঙ্গারা যে মায়ানমারের নাগরিক তার প্রমাণ তাদের কাছে রয়েছে। রোহিঙ্গাদের কাছে মিয়ানমারের পরিচয়পত্র রয়েছে। কিন্তু সৌদি আরব তাদের মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, রোহিঙ্গারা ফাঁদে পড়েছে। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, তাঁরা সৌদি আরবের এই কর্মকাণ্ডের ব্যাপারে অবগত।