বেকাদায় ইমরান সরকার, পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ করল সৌদি আরব
রিয়াদ: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব। ইমরান সরকারকে অর্থঋণ ও তেল সরবরাহ বন্ধ করে দিল সৌদি আরব। যার ফলে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এক দশকব্যাপী বন্ধুত্বের পর্যন্ত অবসান ঘটল।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানকে ঘোষিত ১০০ কোটি ডলার ঋণ প্রত্যাহার করে নিয়েছে সৌদি প্রশাসন। এছাড়া দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বর মাসে সৌদি আরব পাকিস্তানের জন্য ৬২০ কোটি ডলার আর্থিক প্যাকেজ ঘোষণা করে। ইতিমধ্যেই যার মধ্যে ১০০ কোটি ডলারের ঋণ প্রত্যাহার করে নিয়েছে সৌদি প্রশাসন। ওই চুক্তিতে ৩০০ কোটি ডলার মূল্যের নগদ ঋণ এবং তেলে ৩২০ কোটি ডলারের বাকির ব্যবস্থার কথা হয়েছিল।
সৌদি সরকার নতুন করে আর ওই পদ্ধতিতে ঋণ দিচ্ছে না পাকিস্তানকে। এরপরেই কপালে চিন্তার ধুঁকতে থাকা অর্থনীতির দেশ পাকিস্তানের। জানা গিয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) বিভাজনের হুমকি দেওয়ার পর এই পদক্ষেপ নিল সৌদি প্রশাসন।
উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি হুমকি দেওয়ার জন্যেই দু’দেশের সম্পর্কে ফাটল ধরল। সম্প্রতি কুরেশি বলেন, কাশ্মীর নিয়ে সৌদি সরকার যদি ওআইসি-র বিদেশমন্ত্রীদের বৈঠক না ডাকেন তাহলে ইমরান খান নিজে তাঁর বন্ধু রাষ্ট্রগুলিকে নিয়ে কাশ্মীর নিয়ে বৈঠক করবে। এরপরেই পাকিস্তানকে ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিল সৌদি আরব।


