Monday, March 24, 2025
দেশ

কাশ্মীর নিয়ে ‘মারত্মক ভুল’ করেছিলেন নেহরু, শুধরেছেন মোদী: রবিশঙ্কর প্রসাদ

আহমেদাবাদ: গত ৭০ বছরে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর মতে, দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক ছিলেন এবং জওহরলাল নেহেরু জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে ভুল ছিলেন। আইনমন্ত্রী বলেন, বল্লভভাই প্যাটেল কোনওদিনই জম্মু-কাশ্মীরকে বিশেষাধিকার দেওয়ার পক্ষে ছিলেন না।

বুধবার রাষ্ট্রীয় একতা সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, জম্মু ও কাশ্মীর সম্বন্ধে বল্লভভাই প্যাটেল সঠিক ছিল এবং নেহেরু ভুল ছিল। এটি একটি ঐতিহাসিক ভুল ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঐতিহাসিক ভুল সংশোধনের সাহস দেখিয়েছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ সেই ভুল শোধরানোর প্রথম ও প্রধান ধাপ।

কেন্দ্রীয় আইনমন্ত্রী আরও বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে বল্লভভাই প্যাটেল বরাবরই সঠিক ছিলেন। ভুল ছিলেন নেহরু। ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে সেই ঐতিহাসিক ভুল শুধরে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিশঙ্কর প্রসাদের কথায়, ৩৭০ ধারা বাতিলের পর এখনও পর্যন্ত ১০৬ আইন বলবৎ হয়েছে জম্মু-কাশ্মীরে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের মাধ্যমের জম্মু-কাশ্মীরকে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে রাজ্যের বিশেষ তুলে নিয়ে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। যেখানে দিল্লির মতোই বিধানসভা থাকবে। লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে বিধানসভাহীন একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে।