ছবিতে দেখুন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ‘সর্দার প্যাটেল স্টেডিয়াম’
আহমেদাবাদ: বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ‘সর্দার প্যাটেল স্টেডিয়াম’-এর ছবি প্রথমবারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করেছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) ভাইস প্রেসিডেন্ট পরিমল নাথওয়ানি। এই মাঠে প্রায় ১ লাখ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। পুরনো মোতেরায় দর্শক আসন ছিল ৫৭ হাজার।
২০১৭ সালে মোতেরা স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। ৬৩ একর জায়গা জুড়ে অবস্থিত এই স্টেডিয়ামের নির্মাণ খরচ ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। এতে ৭৬টি কর্পোরেট বক্স, চারটি গ্রুপ পরিবর্তন অঞ্চল, অফিস এবং বিভিন্ন ক্লাবের অফিস আর অলিম্পিক সাইজের সুইমিং পুল থাকবে। এছাড়া স্টেডিয়াম অঞ্চলে ৩ হাজার গাড়ি ও ১০ হাজার দু’চাকার গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে।
US President #DonaldTrump will begin his 2-day visit to India from Ahmedabad.
Prime Minister #NarendraModi will welcome the President with a 22-kilometre roadshow to the Sardar Patel Stadium in Motera on 24th February.
?: BCCI (Stadium Pictures) pic.twitter.com/IgsdiwSCax
— All India Radio News (@airnewsalerts) February 19, 2020
#MoteraStadium
Ahmedabad, India ??
Seating capacity of more than 1,10,000
World’s largest #Cricket stadium pic.twitter.com/FKUhhS0HK5— BCCI (@BCCI) February 18, 2020
সোমবার বিশ্বের বৃহত্তম, ১ লাখ ১০ হাজার আসনের এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই মাঠেই সুনীল গাভাস্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই মাঠেই নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলির ৪৩১ টেস্ট উইকেটের বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন কপিল দেব। এই মাঠেই ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন টেন্ডুলকার।