Tuesday, June 24, 2025
Latestরাজ্য​

শুধু পড়ুয়াদের মার খাওয়াই সার হল, সরস্বতী পুজো হল না হাড়োয়ার চৌহাটা স্কুলে

উত্তর ২৪ পরগনা: স্কুলে ফের সরস্বতী পুজোর দাবি জানিয়েছিল পড়ুয়ারা। সেই দাবিতে রাস্তায় নেমে তাদেরকে মারও খেতে হয়েছিল। তা সত্বেও সরস্বতী পুজো হল না হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে। সকলে যখন সরস্বতী পুজোয় মেতে তখন গোমড়া মুখেই দিনটা কাটল প্রায় ১,৭০০ পড়ুয়ার।

জানা যায়, ২০০৯ সাল থেকে সরস্বতী পুজো বন্ধ হাড়োয়ার ওই স্কুলটিতে। স্কুলটির পড়ুয়ার সংখ্যা প্রায় ১,৭০০। পড়ুয়াদের ৭৫ শতাংশই মুসলিম। তবে স্কুলের প্রায় সমস্ত শিক্ষকই হিন্দু। গত একমাস ধরেই ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা ফের স্কুলে ফের সরস্বতী পুজোর দাবিতে আন্দোলন শুরু করেন।

পড়ুয়ারা রাস্তা অবরোধ থেকে শুরু করে স্থানীয় থানা ও প্রশাসনিক কর্তাদের কাছে ডেপুটেশনও দিয়েছিল। তবুও ওই স্কুলে এবছর হল না বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। পুজোর দিনও তাই স্কুলের গেটেই সামনে সরস্বতীর মূর্তি নিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা।

স্কুল কর্তৃপক্ষের দাবি, ৮ বছর আগে স্কুলে নবি দিবস পালন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। এরপর থেকেই মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় নিরাপত্তার অভাবেই আজও ওই স্কুলে বন্ধ সরস্বতী পুজো। ওই স্কুলের প্রধান শিক্ষক হিমাংশু শেখর মণ্ডল জানান, ২০০৯ সালে নবি দিবস বিশৃঙ্খলার দেখা দেয়। এরপর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্কুলে সরস্বতী পুজোও বন্ধ করা হয়।