Saturday, February 8, 2025
আন্তর্জাতিক

বাংলাদেশের ফরিদপুরে সরস্বতী প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর এলাকায় একটি মন্দিরে ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ভেঙে ফেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবকের নাম মহম্মদ মিরাজউদ্দীন (৩০), যিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং ফরিদপুর শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিরাজউদ্দীন রাতে মন্দিরের সামনে ইজিবাইক রেখে বারান্দায় ঢুকে নির্মাণাধীন সরস্বতী প্রতিমা ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে প্রতিমাটি ভেঙে যায়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মন্দির পরিচালনা কমিটির সদস্য রামচন্দ্র মালো জানান, মন্দিরটির বারান্দা চার ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা, তবে একপাশে ইটের গাঁথুনি না থাকায় সহজেই কেউ ভেতরে প্রবেশ করতে পারে। তিনি আরও অভিযোগ করেন, গত বছরও একই ব্যক্তি ফরিদপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন মন্দিরের সরস্বতী প্রতিমা ভেঙেছিল, কিন্তু তাকে ‘পাগল’ বলে ছেড়ে দেওয়া হয়েছিল।

সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সমর মন্ডল বলেন,  সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পুজোর জন্য প্রতিমাটি তৈরি করা হচ্ছিল। তিনি আরও জানান, মন্দিরের পাশের ছাত্রাবাসে থাকা ছাত্ররা এই পুজোর আয়োজন করেছিলেন এবং বন্ধুদের নিমন্ত্রণও দেওয়া হয়েছিল। তবে প্রতিমা ভাঙার কারণে সংস্কারের সময় পাওয়া যাবে না বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে যুবককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে বারবার একই ব্যক্তি ধর্মীয় স্থানে এমন কাজ করতে পারে এবং কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। ~ বিডিনিউজ২৪