রাম মন্দির চাই, তবে তারও আগে মোদীকে চাই: সন্ত সমিতি
নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য রবিবার থেকে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে গোটা দেশ থেকে আসা সাধুদের দু’দিনের সমাবেশের শেষ দিনে ‘জয় শ্রীরাম’-এর পাশাপাশি আওয়াজ উঠল, ‘ফির মোদী চাহিয়ে’। রাম মন্দির সমস্যার সমাধানে দিল্লিতে দেশব্যাপী সাধু সংগঠনগুলির দু’দিনের বৈঠক ডেকেছিলেন সন্ত সমিতি। বৈঠকে দাবি ওঠে, মন্দির নির্মাণে আইন আনুক মোদী সরকার।
যেহেতু বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই এই পরিস্থিতিতে সুর নরম করে মন্দির নির্মাণে নরেন্দ্র মোদীর উপরেই আস্থা রাখার কথা বলেছে সন্ত সংগঠন। ঝাড়খণ্ড সঙ্ঘ-সমিতির সন্ত প্রমুখ স্বামী দিব্যানন্দের কথায়, মোদী সরকারের আমলে তবু রাম মন্দির নির্মাণের কাজ এগিয়েছে। অন্য সরকার এলে তাও হবে না।
At end of 2-day meeting, Akhil Bhartiya Sant Samiti appeals to Hindus: To save the country and behen-beti, culture the BJP must be voted back to powerhttps://t.co/KLu7PdClU8
— Padmaja joshi (@PadmajaJoshi) 5 November 2018
সন্ত সমিতির প্রধান স্বামী হংসদেবাচার্য দ্বিতীয়বার বিজেপিকে জেতানোর ডাকও দেন। মন্দির নির্মাণের দাবিতে ২৫ নভেম্বর অযোধ্যা, নাগপুর, বেঙ্গালুরুতে ও ৯ ডিসেম্বর দিল্লিতে বড় মাপের ধর্ম মহাসভার আয়োজন করাও হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি।
এদিকে অযোধ্যার এক প্রভাবশালী সন্ত স্বামী পরমহংস দাস জানিয়েছেন, ৫ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যদি রাম মন্দির নির্মাণের ঘোষণা না করেন তাহলে তিনি ডিসেম্বরের ৬ তারিখে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হবেন।
রামের জন্মভূমি ন্যাসের সভাপতি রামবিলাস বেদান্তি বলেন, ডিসেম্বরেই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। মসজিদ হবে লক্ষ্ণৌতে। এর জন্য কোনও অধ্যাদেশেরও প্রয়োজন নেই। পারস্পরিক বোঝাপড়াতেই এই কাজ হবে। বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী বলেন, ৬ ডিসেম্বরই ধুমধাম করে রামমন্দিরের শিলান্যাস হবে। অযোধ্যায় পুরো হিন্দুস্থানের হিন্দুদের জড়ো করে মন্দিরের ঘোষণা করা হোক। তবেই রাম মন্দির হয়ে যাবে।