‘মা-বোনদের স্যানিটারি প্যাড মিলবে মাত্র এক টাকায়’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
নয়াদিল্লি: দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে নারী ক্ষমতায়ন সম্পর্কে আলোকপাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন জায়গায় এখনও মাসিক বা ঋতুস্রাব নিয়ে ছুঁতমার্গ আছে। সেই ছুঁতমার্গ দূর করতে বড়সড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে লালকেল্লার মঞ্চে থেকে স্যানিটারি প্যাড নিয়ে মুখ খুললেন নমো।
মোদী বলেন, মেয়ে ও বোনেদের স্বাস্থ্যের বিষয়ে এই সরকার সর্বদা সতর্কিত। দেশের ৬ হাজার জনশুদ্ধি কেন্দ্রের মাধ্যমে প্রায় পাঁচ কোটি মহিলার হাতে মাত্র এক টাকায় স্যানিটারি প্যাড তুলে দেওয়া হবে। মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করেছি আমরা। কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আমরা যথাযথ সিদ্ধান্ত নেব।
প্রধানমন্ত্রী বলেন, আমরা নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছি। নৌবাহিনী এবং বিমানবাহিনীতেও এবার অংশগ্রহণ করতে পারবেন। সামনে থেকে মহিলারা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমরা তিন তালাক প্রথা রদ করেছি।
মোদীর ভাষণের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। কারণ অনেকেই মনে করছেন, দারুণ কথা বলেছেন মোদী। কেননা কোনও প্রধানমন্ত্রীর পক্ষে দেশের উদ্দেশে ভাষণের সময় ঋতুস্রাবের মতো বিষয় নিয়ে কথা বলার ঘটনা বিরল।
টুইটারে প্রধানমন্ত্রীর তারিফ করে একজন বলেছেন, পরিবারের কোনও পুরুষকে আমার জন্য স্যানিটারি প্যাডের প্যাকেট কিনে আনতে বলি সম্ভবত সে রাজি হবে না। এর কারণ লোকলজ্জা। তবে প্রধানমন্ত্রী এর সব সীমারেখা পেরিয়ে গেলেন। তাঁর এই ঘোষণা করা একটা বিরাট ব্যাপার, এই বিষয়ে কথা বলার জন্য প্রয়োজন- সাহস! আমাদের এমনই একজন মানুষকে বড় প্রয়োজন।


