পুত্র সন্তানের জন্ম দিলেন সানিয়া মির্জা
হায়দরাবাদ: মা হলেন টেনিস তারকা সানিয়া মির্জা। পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সানিয়ার স্বামী, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক মঙ্গলবার সকালে টুইট করে একথা জানিয়েছেন। সন্তান ও তার মা টেনিস তারকা সানিয়া ভালো আছেন জানিয়ে শোয়েব লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি; ছেলে হয়েছে। শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।
মঙ্গলবার সকালে হায়দরাবাদের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সানিয়া। টুইট বার্তায় অনেকেই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক ফারহা খান সর্বপ্রথম টুইট করে সানিয়ার পুত্রসন্তান হওয়ার খবর সবাইকে জানান। ফারহা খান লেখেন, অবশেষে সেই সুদিন এসেছে। অভিনন্দন সানিয়া আর মালিক। ছোট্ট দেবদূত এসেছে তোমাদের কাছে। তার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে খবরটি। তবে এখনও পর্যন্ত পুত্রসন্তানকে নিয়ে সানিয়ার কোনও ছবি প্রকাশ্যে আসেনি।
Excited to announce: Its a boy, and my girl is doing great and keeping strong as usual #Alhumdulilah. Thank you for the wishes and Duas, we are humbled ?? #BabyMirzaMalik ??
— Shoaib Malik ?? (@realshoaibmalik) 30 October 2018
চলতি বছরের এপ্রিলে সানিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন শোয়েব। সানিয়া বলেছিলেন, তাদের সন্তানের পদবীতে মা ও বাবা দুইজনের পদবীই থাকবে। সন্তানকে শোয়েবও এদিন টুইটারে বেবি মির্জা মালিক বলেই ডেকেছেন। ২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয় শোয়েব মালিকের। ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সানিয়ার বয়স এখন ৩৩ বছর।