‘আল্লাহর জন্যই বিয়ে করেছি’, মুফতিকে বিয়ে করে বললেন সানা খান
মুম্বাই: ধর্মের টানে অভিনয় থেকে অবসর নিয়েছিলেন অভিনেত্রী সানা খান। বেছে নেন সাদামাটা জীবন। এবার গুজরাটের মুফতি আনাস সইদকে (Mufti Anas Sayed) বিয়ে করলেন। গত ২০ নভেম্বর, শুক্রবার ওই মুফতি বিয়ে করেছেন সানা। জমজমাট অনুষ্ঠান নয়, একেবারেই ঘরোয়া ভাবে দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই বিয়েতে আমন্ত্রিত ছিলেন।
বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সানা লিখেছেন, আল্লাহের স্বার্থে আমরা একে অপরকে ভালোবেসেছি। এবার আল্লাহের স্বার্থেই বিয়ে করলাম। দুনিয়া এবং জান্নাতেও আল্লাহ যেন আমাদের একসঙ্গে রাখেন।
শনিবারই সামনে আসে সানার বিয়ের ছবি ও ভিডিও। তাতে দেখা যায়, সাদা হিজাব ও গাউন পরেছিলেন সানা। অন্যদিকে, সাদা কুর্তা-পাজামা পরেছিলেন মুফতি আনাস। রবিবার সানার শেয়ার করা রিসেপশনের ছবি ছবিতে তাঁকে লাল লেহেঙ্গায় দেখা যায়। স্বামী পরেছিলেন সাদা পোশাক। বিয়ের ভিডিওতে কেক কাটতেও দেখা গিয়েছিল তাঁদের।
অভিনেত্রী তথা প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান গত অক্টোবরে বলিউড তথা অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছিলেন, আমি বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি চিরতরে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবায় আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। সমস্ত ভাইবোনকে অনুরোধ করছি আমার জন্য প্রার্থনা করার।
উল্লেখ্য, ওয়াজা তুম হো, জয় হো ছবির পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক ছবিতেও অভিনয় করেছেন সানা। এছাড়াও ঝলক দিখলাজা ৭, কমেডি নাইটস বাঁচাও, এন্টারটেনমেন্ট কি রাত, কিচেন চ্যাম্পিয়ানের মতো একাধিক শো-তে কাজ করেছেন সানা খান।


