বাড়ির খাবার নয়, জেলে আর পাঁচজন যা খান, তাই খাবেন চিদম্বরম: আদালত
নয়াদিল্লি: আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে তিহার জেলেই থাকতে হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। তাঁকে তিহার জেলের খাবারই খেতে হবে। বাড়ির খাবার খেতে পারবেন না। বৃহস্পতিবার সাফ জানালো দিল্লি আদালত।
চিদম্বরমের উকিল কপিল সিবাল আদালতে বলেন, তাঁর মক্কেলের বয়স ৭৪, তিনি অসুস্থ। তাঁকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি সুরেশ কুমার বলেন, জেলে সবার জন্য নিয়ম এক, খাবারও। জেলে আর পাঁচজন যা খান চিদম্বরমকেও তাই খেতে হবে।
পাশাপাশি আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইকে আগামী এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। তার আগে ১৯ তারিখে চিদম্বরমকে আদালতে পেশ করবে সিবিআই।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট এই কংগ্রেস নেতাকে বাসভবন থেকে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ, ইউপিএ শাসনকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় আইএনএক্স মিডিয়া গ্রুপকে ৩০৫ কোটি টাকার বিদেশি অনুদান পাইয়ে দেওয়ার জন্য অবৈধ উপায়ে তাদের ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের ছাড়পত্র পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম।