প্লাজমা দান করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র
গুরুগ্রাম: দিন কয়েক আগেই করোনা যুদ্ধে জয়ী হবে বাড়ি ফিরেছিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। এবার করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের রক্তের প্লাজমা দান করলেন সম্বিত পাত্র। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মদিনে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে গিয়ে প্লাজমা দান করেন তিনি।
সম্ভিত পাত্র জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার সাহায্যের জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আমিও করোনা আক্রান্ত ছিলাম, আমি আজ প্লাজমা দান করলাম। প্লাজমা দান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আমাদের সাধারণ মানুষদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন।
সকলের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে সম্ভিত পাত্র বলেছেন, যারা সুস্থ আছেন বা করোনা থেকে সুস্থ হয়েছেন তাঁরা প্লাজমা দান করুন। আপনার প্লাজমা দানে মানুষের প্রাণ বাঁচাতে পারে।
টুইটে প্লাজমা দেওয়ার আগে জেপি নাড্ডার সঙ্গে তাঁর বৈঠকের একটি ছবিও পোস্ট করেন সম্বিত পাত্র। বিজেপি মুখপাত্র জানান, তিনি সদ্য মারণ করোনার হাত থেকে রক্ষা পেয়েছেন। এখন তিনি বেশি করে করোনার বিরুদ্ধে যুদ্ধরত মানুষদের সাহায্য করতে চাইছেন।