Saturday, February 8, 2025
আন্তর্জাতিক

সুইডেনে কোরআন পোড়ানো সালওয়ানকে গুলি করে খুন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর মাধ্যমে বিতর্কিত হওয়া সালওয়ান মোমিকাকে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমে তার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে।

বিবিসি সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোমিকা সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করছিলেন। স্টকহোম পুলিশ জানায়, হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

সালওয়ান মোমিকা ২০২৩ সালে স্টকহোম সেন্ট্রাল মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন দিয়েছিলেন, যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে, মোমিকা নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছেন। যদিও সে সময় এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবার তার হত্যার খবর নিশ্চিত করলো, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।