Friday, June 20, 2025
Latestদেশ

শিবসেনায় যোগ দিলেন সলমন খানের বডিগার্ড শেরা

মুম্বাই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ২১ অক্টোবর। দু’দিন বাকি থাকতেই শুক্রবার শিবসেনায় যোগ দিলেন বলিউড তারকা সলমন খানের বডিগার্ড গুরমীত সিং, ওরফে শেরা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং যুব সেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে তাঁদের মুম্বাইয়ের বাসভবনেই শিবসেনায় যোগদান করেন শেরা।

টুইটারে এই খবর জানিয়েছে শিবসেনা। প্রসঙ্গত, সলমান খানের দীর্ঘ সময়ের বিশ্বস্ত দেহরক্ষী হিসেবে পরিচিত গুরমিত সিং ওরফে শেরা।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে। আজ, শনিবার নির্বাচনী প্রচার শেষ হল। নির্বাচনের ফল প্রকাশিত হবে ২৪ অক্টোবর। ফের এনডিএ সরকার নাকি পালা বদলের দিকে এগোবে মহারাষ্ট্রবাসী, তা জানা যাবে ২৪ অক্টোবর।