রানু মণ্ডলকে ৫৫ লাখের বাড়ি উপহার দিলেন সলমন
মুম্বাই: যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত- রানাঘাট রেলস্টেশনের সেই রাণু মণ্ডলই এখন জাতীয় পর্যায়ের গায়িকা! রানু মণ্ডলকে এখন ভারতবাসী তো বটেই, উপমহাদেশের অসংখ্য মানুষ চেনেন। তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ সবাই। আর সবার মতোই রানু মণ্ডলের জাদুকরি কণ্ঠে মুগ্ধ হয়েছেন সলমন খানও। রানু মণ্ডলকে ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন সলমন।
রানু মণ্ডলকে ৫৫ লাখ টাকা দামের একটি বাড়ি উপহার দিয়েছেন ভাইজান। এখানেই থেমে থাকেননি সলমন। আসন্ন ‘দাবাং থ্রি’তে প্লেব্যাকের সুযোগ দিলেন রানাঘাটের রানুকে।
এরই মধ্যে জনপ্রিয় সুরকার হিমেশ রেশমিয়ার পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’-এর জন্য গান গেয়েছেন রানু। ছবিটিতে রানুর ‘তেরি মেরি কাহানি’ গানটি প্রদর্শিত হবে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রানুর রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করেছেন হিমেশ। এছাড়া, ঋষি কাপুরের ‘সরগম’ ছবির বিখ্যাত গান ‘ডফলি ওয়ালে ডফলি বাজা’ গেয়েছেন রানু মণ্ডল।
রানাঘাট স্টেশনে ছিল ভবঘুরে জীবন, আর ভিক্ষাবৃত্তি করেই জীবন চলত রানু মণ্ডলের। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রানু মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের এক পেয়ার কা নাগমা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। লাইম লাইটে আসার পর রানুর মেয়েও তাঁর সঙ্গে দেখা করেন। মাকে বাড়ি নিয়ে যান। অথচ ১০ বছর মায়ের খোঁজ নেননি সেই মেয়ে।