Monday, March 17, 2025
দেশ

মমতা দানব হিরণ্যকশিপুর বংশধর: সাক্ষী মহারাজ

হরিদ্বার: ফের বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেড়ে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু ধর্মে বর্ণিত দানব হিরণ্যকশিপুর বংশধর বলে জানিয়েছেন।

রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় সাক্ষী মহারাজ বলেন, জয় শ্রী রাম বললেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে ধরে জেলে ভরছেন। জেলে তাঁদের উপরে অত্যাচার করা হচ্ছে। সবকিছু দেখে মনে হচ্ছে উনি হিরণ্যকশিপুর বংশধর।


বিজেপি সাংসদ আরো বলেন, দেবতাদের নাম উচ্চরন করলে হিরণ্যকশিপু লোকজনকে বন্দি করতেন। এমনকি, হিরণ্যকশিপু তাঁর নিজের ছেলেকেও রেয়াত করেননি। মমতাও একই কাজ করছেন। এই কাজের জন্য তাঁকে চরম রাজনৈতিক মূল্য চোকাতে হবে।

পাশাপাশি তিনি দাবি করেন, পরবর্তী রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য থেকে ১৮ টি আসন পাওয়ায় তিনি খুশি।