বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল
নয়াদিল্লি: এর আগে নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রশংসা করেছিলেন। ফলে বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত মিলেছিল। তবে ক্রিকেটার গৌতম গম্ভীর, কুস্তিগীর যোগেশ্বর দত্ত ও ববিতা ফোগাটের পর এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
বুধবার গেরুয়া শিবিরে যোগ দিয়েই বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো পরিশ্রমী মানুষের শ্রদ্ধা করেছি। আমায় এই সুযোগ দেওয়ার বিজেপিকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মানুষের সেবার কাজ করব।
দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। তবে সিএএ নিয়ে নিজের সমর্থনের কথা আগেই টুইট করে জানিয়েছিলেন সাইনা। এদিনের তাঁর গেরুয়া শিবিরে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
Watch LIVE: Eminent personality @NSaina joins BJP at BJP HQ, New Delhi. https://t.co/2dLRwIoUR1
— BJP (@BJP4India) January 29, 2020
২৯ বছর বয়সী সাইনা প্রায় ২৪-য়েরও বেশি আন্তর্জাতিক পদক জিতেছেন। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পদক। জাতীয় স্তরে ২০০৯ সালে অর্জুন পুরস্কার পান তিনি। এছাড়া ২০১০ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান তিনি। ২০১০ সালেই পান পদ্মশ্রী সম্মান। ২০১৬ সালে পান পদ্মভূষণ সম্মান। শেষবার তাঁকে দেখা যায় থাইল্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে।