Monday, November 17, 2025
বিনোদন

চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ আলি খান, বড় মেয়ে সারার বয়স ২৫ বছর

মুম্বাই: চতুর্থবার বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সইফের দুই সন্তান- সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। অন্যদিকে কারিনার পুত্র তৈমুর। বুধবার সারার ২৫ তম জন্মদিন ছিল। এইদিনই চতুর্থবার বাবা হওয়ার সুখবর দিলেন সইফ।

সইফের বোন সোহা আলি খান ইনস্টাগ্রামে সইফের পাশে ‘কোয়াডফাদার’ লেখা ছবি পোস্ট করেছেন। কোয়াড শব্দের অর্থ চতু্র্ভূজ। মূলত চতুর্থবার সইফের বাবা হওয়া নিয়েই এই খোঁচা দেন সোহা। ক্যাপশনে সোহা লিখেছেন, শীঘ্রই আসছে!! নিজেকে আটকাতে পারলাম না! অনেক শুভেচ্ছা কারিনা, সুস্থ থাক, স্বাস্থ্যবান থাক-বরাবরের মতো উজ্জ্বল থাকো।

বুধবার বিকালে সইফ-করিনা জানিয়েছেন, আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে!! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় তৈমুরের। এবার তাদের ঘরে আসছে নতুন সদস্য। খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়।