Monday, March 24, 2025
রাজ্য​

কাশ্মীর শান্ত হয়, বাংলা নয়! দিলীপ- মুকুলকে পাশে নিয়ে মমতাকে খোঁচা সব্যসাচীর

কলকাতা: সব্যসাচী দত্তের গণেশ পুজোয় একসঙ্গে হাজির হলেন দিলীপ ঘোষ, মুকুল রায় এবং অরবিন্দ মেনন। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলকে বিঁধলেন সব্যসাচী দত্ত এবং মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে সব্যসাচী দত্ত বলেন, কাশ্মীরও শান্তি হয়ে যায়, কিন্তু বাংলা শান্ত হয় না। বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা চলতেই থাকে।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, সব্যসাচী আর মুকুল সমার্থক। সব্যসাচীর কোনও সমস্যায় মুকুল রায় নেই বা মুকুল রায়ের সমস্যায় সব্যসাচীর নেই, এমনটা হতে পারে না। তৃণমূল সরকার সব্যসাচীর বিরুদ্ধে কটা কেস সাজাচ্ছে আমার জানা নেই। সব্যসাচী লড়াই, যুদ্ধ করে বেঁচে থাকা মানুষ। সব্যসাচী কারও দয়ায় তৈরি হয়নি। আজকে আমাদের এখানে আসার সঙ্গে রাজনীতি আনবেন না। সব্যসাচী বিধায়ক হোক, সাংসদ হোক বা নাই হোক, ওর পুজোয় আমি আসবই। সব্যসাচীই একমাত্র, যে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে জলা ভরাট নিয়ে প্রশ্ন করতে পারে।

বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, সব্যসাচী যেভাবে নিজের এলাকায় কাজ করেছেন, তাতে ওনার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়েছে। বহু মানুষ তা নিয়ে বিচলিত। যাঁরা বিচলিত হচ্ছেন, তাঁদের রক্তচাপ, সুগার বাড়ছে।


মুকুল রায়, দিলীপ ঘোষদের পাশে দাঁড়িয়ে সব্যসাচী দত্ত বলেন, বাংলাতেও এখন অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছে। গণেশ চতুর্থী হোক বা আমার ছোট কালী পুজো, এর মধ্যে সারদা- নারদা নেই। নিজেদের পকেটে যেটুকু আছে, তা দিয়েই পুজো হয়। অন্যের পকেট কাটি না। আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে খারাপ লাগছে, কেন্দ্রীয় সরকার কাশ্মীরকে শান্ত করে দিল, পশ্চিমবঙ্গ শান্ত হল না। কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, কীভাবে বাংলায় শান্তি ফেরে।