কাশ্মীরের পর এবার বাংলাকে ঠান্ডা করুন, অমিত শাহর কাছে আর্জি জানালেন সব্যসাচী দত্ত
কলকাতা: সর্বভারতীয় বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত মঙ্গলবার বিজেপিতে যোগদান করলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অমিত শাহ। বিজেপিতে যোগ দিয়েই তিনি অমিত শাহর কাছে আর্জি জানালেন, মোদীজি-অমিতজির নেতৃত্বে কাশ্মীর ঠান্ডা হয়ে গিয়েছে। এ বার বাংলাকে ঠান্ডা করুন।
সব্যসাচী দত্তের সঙ্গে বিজেপিতে যোগদান করেন বিধাননগর পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর ২০ নম্বর ওয়ার্ডের শিবনাথ ভান্ডারী ও ২৭ নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ সর্দার। অমিত শাহ সব্যসাচী দত্তকে আলিঙ্গন করে দলে স্বাগত জানান। সব্যসাচী দত্ত বলেন, বিজেপিতে যোগ দিয়ে গর্ব বোধ করছি। আমার কাছে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে অনেক বড় দেশ এবং দেশের স্বার্থ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে। আমেরিকা, চিন এবং রাশিয়াকে একসূত্রে বেঁধেছেন প্রধানমন্ত্রী মোদী।
সব্যসাচী দত্ত বলেন, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে আর্জি জানাব, যেভাবে তিনি এবং মোদীজি কাশ্মীরকে শান্ত করেছেন, সেই ভাবে বাংলাকে শান্ত করতেও পদক্ষেপ করুন। বাংলার মানুষ পরিবর্তন চান এবং সেটা খুব শীঘ্রই হবে।
সব্যসাচী দত্ত আরও বলেন, বাংলায় এনআরসি চালু করা নিয়ে আমাদের আপত্তি নেই। অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেব না। কাসভদের এদেশে জায়গা দেব না। অন্য দেশ থেকে এসে যারা ছুরি মারছে, তাদের চিনে রাখুন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি, কালো ও মরা চাল সরিয়ে রাখুন। তাহলেই বাংলার উন্নতি হবে। বাংলায় এনআরসি কার্যকর করা হোক। অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে থেকে তাড়ানো হবে।
প্রসঙ্গত, এদিন অমিত শাহ রাজ্যে এনআরসি চালু এবং জাতীয় নাগরিকপঞ্জি সম্পর্কে বলেন, নাগরিক সংশোধনী বিল পাস করার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগত হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদী সরকার নাগরিকত্ব বিল নিয়ে আসবে। আর তারপর ভারতের মাটিতে আমার যেমন অধিকার, আপনাদেরও তেমন অধিকার থাকবে।