শবরীমালা ইস্যুতে কেরলে গ্রেপ্তার ২০৬১ বিক্ষোভকারী
তিরুবনন্তপুরম: শবরীমালা মন্দিরে সকল বয়সী মহিলাদের প্রবেশের সুপ্রিম রায়কে কেন্দ্র করে এখনও উত্তেজনা কেরলে। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করায় এখনও পর্যন্ত ২০৬১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও ৪৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনও মন্দির এবং মন্দির লাগোয়া একাধিক এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
এই বিষয়ে কেরলের ডিজিপি লোকনাথ বেহেরা জানিয়েছেন, আমরা এখনও অনেক জনকে চিহ্নিত করেছি। তাদেরও গ্রেপ্তার করা হবে। আইন অনুযায়ী যা করার আমরা অবশ্যই করব। আগামী মাসের ১৬ তারিখ ফের মন্দির খুলবে। ১২ দিন ধরে চলবে আয়াপ্পাস্বামীর দর্শন।
গত ১৮ অক্টোবর যুগান্তকারী রায় দেয় শীর্ষ আদালত। এর আগে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারা শবরীমালা মন্দিরে ঢুকতে পারতেন না। সমস্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। এরপর থেকেই গোটা কেরল জুড়েই দেখা দেয় বিক্ষোভ। রায়ের বিরোধিতা করে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। মন্দিরে প্রবেশ করতে গিয়ে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয় মহিলাদের। অনেককেই বয়সের প্রমাণপত্র না থাকায় মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরাও।