ফের শবরীমালা মন্দির প্রাঙ্গণে বিক্ষোভ, গ্রেপ্তার ৭০
তিরুবনন্তপুরম: রবিবার গভীর রাত থেকে ফের উত্তপ্ত শবরীমালা মন্দির চত্বর। মন্দির প্রাঙ্গণে বিক্ষোভ দেখানোয় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১১ টা নাগাদ মন্দির বন্ধ হওয়ার পর বিক্ষোভ শুরু হয়। কেরলের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ দেখা যায়। এমনকি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনের সামনেও বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, মন্দির চত্বর থেকে পুলিশ বাহিনী তুলে নিতে হবে। রাতারাতি মন্দির প্রাঙ্গণ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানায় তাঁরা। পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা কোচি, মালাপ্পুরম, আরানমুলা, কোল্লাম, আলাপ্পুঝা, রান্নি, ইদুক্কি নানা জায়গায় বিক্ষোভ দেখায়।
70 devotees detained outside Sabarimala temple after overnight clashes https://t.co/IUea21qrNt pic.twitter.com/DB9PdGfcjH
— The Wire (@thewire_in) 19 November 2018
বিভিন্ন জায়গায় রাস্তাও অবরোধ করেন বিক্ষোভকারীরা। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে। আহত হয়ছেন দু’পক্ষেরই কয়েকজন। বিক্ষোভকারীদের মধ্যে একাংশ বিজেপির সমর্থক ছিলেন বলেও অভিযোগ উঠেছে। নতুন করে রাজ্যের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ইতিমধ্যেই ৭০ জনকে আটক করেছে পুলিশ। এরইমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মন্দিরে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফন্স।