Monday, November 17, 2025
দেশ

ভারতকে ১০ কোটি ডোজ করোনা টিকা দেবে রাশিয়া

নয়াদিল্লি: সবাইকে পিছনে ফেলে রাশিয়াই করোনা টিকার অনুমোদন দিয়েছে। এবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, ভারতে ১০ কোটি ডোজ করোনা টিকা পাঠাবে তারা। রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকার ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি হয়েছে।

আরডিআইএফ বিবৃতিতে জানিয়েছে, নিয়ন্ত্রক (সংস্থার) অনুমোদনের পর ডক্টর রেড্ডিকে ১০০ মিলিয়ন টিকার (১০ কোটি) ডোজ দেওয়া হবে। করোনা মহামারি মোকাবিলায় স্পুটনিক-৫ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। যা ভালো মতো গবেষণা চালানো অ্যাডেনোভাইরাল ভেক্টর প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। নিরাপদ বলেও প্রমাণিত হয়েছে।

জানা গিয়েছে, ২০২০ সালের শেষের দিকে টিকা পাঠানো শুরু করতে পারে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ যৌথভাবে স্পুটনিক ৫ টিকা তৈরি এবং উৎপাদন-সহ একটি সম্ভাব্য টিকা তৈরির জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারত।

এদিকে, ডক্টর রেড্ডির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ফলাফলে আশা দেখা গিয়েছে এবং ভারতীয় নিয়ন্ত্রকদের প্রয়োজনীয়তা পূরণে ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাব আমরা।