দুই সপ্তাহের মধ্যেই রাশিয়ার করোনা ভ্যাকসিন বাজারে চলে আসবে
মস্কো: বিশ্বের প্রথম কার্যকরী করোনা ভ্যাকসিন তৈরি করল রাশিয়া। যেটির নাম রাখা হয়েছে স্পুটনিক-ভি। বুধবার রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, দুই সপ্তাহের মধ্যে করোনার টিকার প্রথম চালান উৎপাদন ও ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। রুশ স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য চলে আসবে রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক-ভি। তিনি জানান, বুধবার টিকার মান নিয়ন্ত্রণ পরীক্ষা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটির প্রথম চালান পাওয়া যাবে এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়ার জন্য সরবরাহ করা হবে।
রাশিয়ার দাবি, তাঁদের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী এবং এটির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। খোদ রাশিয়ার রাষ্ট্রনায়ক ভ্লাদিমির পুতিন সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন। যদিও পুতিনের সেই দাবি মানতে নারাজ বিশ্বের অনেক দেশই।
উল্লেখ্য, এতদিন ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি, অ্যাস্ট্রাজেনকা, মডার্না, ফাইজারের মতো সংস্থাগুলি। তবে সবাইকে পিছনে ফেলে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনল রাশিয়া। এরপরই বহু দেশের বিশেষজ্ঞদের অভিযোগ, রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও মানব ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ হয়নি। তাই এর কার্যকারিতা নিয়ে তারা সংশয় প্রকাশ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সুরক্ষা পর্যালোচনা করেই ভ্যাকসিনে ছাড়পত্র দেবে তাঁরা। তাঁদের কথায়, রাশিয়ার এই ভ্যাকসিন এখনও প্রথম পর্যায়ের ট্রায়ালে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দফার পরীক্ষায় কয়েক হাজার মানুষের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তা করা হয়নি বলে অভিযোগ।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো । তিনি বলেন, মনে হচ্ছে আমাদের বিদেশের সহকর্মীরা দেখতে পাচ্ছে প্রতিযোগিতায় তাঁরা রাশিয়ার ভ্যাকসিনের কাছে পিছিয়ে পড়ছেন। তার জন্যই মনগড়া এসব ভিত্তিহীন সব অভিযোগ করছেন।


