Monday, March 24, 2025
দেশ

কাশ্মীর নিয়ে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া

মস্কো: জম্মু-কাশ্মীর নিয়ে এবার ভারতের পাশে দাঁড়াল রাশিয়াও। তাঁরা সাফ জানিয়ে দিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ ক্ষমতা রদ করেছে ভারত। একই সঙ্গে ভারত ও পাকিস্তান দু’দেশকে শান্তি রক্ষার বার্তাও দিয়েছে মস্কো।

রুশ বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।


ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে সওয়াল করে আসছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আমেরিকা, চিন-সহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু, ইসলামাবাদকে কিছুটা হতাশ করে, কয়েক দিন আগে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মর্গান অর্টাগাস সাফ জানিয়েছেন, কাশ্মীর নিয়ে আমাদের নীতির পরিবর্তন হয়নি।

তবে চিন প্রথমে এই সিদ্ধান্তের বিরোধিতায় মানসরোবর যাত্রার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যে আবার নিজের অবস্থান থেকে সরে এসে ভিসা দেওয়া শুরু করে।