Sunday, June 15, 2025
আন্তর্জাতিক

বিশ্ববাসীর শঙ্কা দূর করতে মেয়ের উপর করোনা ভ্যাকসিন প্রয়োগ পুতিনের

মস্কো: মারণ করোনার প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব। এর সংকটজনক সময়ে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে চমক দিল পুতিনের দেশ রাশিয়া। মঙ্গলবার রুশ সরকার জানিয়ে দিল করোনার ভ্যাকসিন তৈরি। মঙ্গলবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করলেন, করোনার টিকা আবিষ্কার করেছে রাশিয়া। সরকারি ভাবে তার প্রথম প্রয়োগ করা হয়েছে তাঁর নিজের মেয়ের শরীরে।

রুশ প্রেসিডেন্ট জানান, ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ় প্রয়োগের পরে তাঁর মেয়ের শরীরে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। পরে আবার তা ঠিক হয়ে যায়। এখন তাঁর মেয়ে সুস্থ আছে।

পুতিনের মেয়ে মারিয়া

মহাকাশযান স্পুটনিকের সঙ্গে মিল রেখে টিকার নামকরণ করা হয়েছে ‘স্পুটনিক-৫’। পুতিন জানান, চূড়ান্ত পর্যায়ে সাফল্য পেয়েছে তাঁদের তৈরি ভ্যাকসিনটি। বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পুতিনের তাঁর দুই মেয়ের মধ্যে একজনের (মারিয়া অথবা ক্যাটরিনা) শরীরে প্রয়োগ করেছে এই ভ্যাকসিন।

পুতিনের মেয়ে ক্যাটরিনা

এই ঘোষণার পরে সকলেই মোটামুটি একমত যে, এই ভ্যাকসিন নিরাপদ। না হলে নিশ্চয়ই রুশ প্রেসিডেন্টের মেয়ের শরীরে এটির প্রয়োগ করা হতো না। উল্লেখ্য, প্রাচীন কালে দেশবাসীর ভরসা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে রাষ্ট্রনায়করা, বিজ্ঞানীরা নিজেদের অথবা নিজেদের ছেলে-মেয়ের উপর এই ধরনের প্রতিষেধকের প্রয়োগ করতেন। জানা যায়, এই ইতিহাস ৩০০ বছরেরও বেশি পুরনো।