Monday, November 17, 2025
আন্তর্জাতিক

প্রতি মাসে ৬০ লাখ করোনার টিকা তৈরি করবে রাশিয়া

মস্কো: গত ১১ই আগস্ট বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন তৈরির দাবি করেছে রাশিয়া। তারা করোনার যে প্রথম টিকাটি তৈরি করেছে তার নাম দিয়েছে ‘স্পুটনিক ফাইভ’। এবার জানা গিয়েছে, রাশিয়া প্রতি মাসে এই টিকার ৬০ লাখ ডোজ বাজারে আনতে চলেছে।

রাশিয়ার শিল্পমন্ত্রী ডেনিস মান্তুরভ জানিয়েছেন, এ বছরের শেষ পর্যন্ত প্রতি মাসে পনেরো থেকে কুড়ি লাখ ডোজ করোনার টিকা উৎপাদন করা হবে। তারপর বাড়তে বাড়তে তা মাসে ৬০ লাখ হবে।

তবে রাশিয়ার তৈরি করোনার টিকা নিয়ে সন্দিহান বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। রাশিয়া অবশ্য দাবি করেছে, তাদের টিকা পুরোপুরি নিরাপদ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের ওপরেও এই টিকা প্রয়োগ করেছে তারা। উল্লেখ্য, স্পুটনিক ফাইভ নামে টিকাটি তৈরি করেছে মস্কোর গামালেয়া ইনস্টিটিউট। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এই টিকার তৃতীয় দফার পরীক্ষা।

প্রসঙ্গত, করোনার টিকা তৈরিতে সারা বিশ্বে দুশোটির মতো গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, তার মধ্যে প্রায় অর্ধ-ডজন গবেষণা পৌঁছে গেছে পরীক্ষার একেবারে শেষ পর্যায়ে। সাধারণত একটি টিকা তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়। কিন্তু বর্তমান মহামারিতে সব দেশই এই টিকা তৈরিতে তাদের গবেষণার গতি বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সব দেশকে পিছনে ফেলে রাশিয়ার স্পুটনিক ফাইভ নামক টিকা তৈরির ঘোষণা দেওয়ায় অনেকের মনে প্রশ্ন জাগছে টিকা তৈরির স্বাভাবিক প্রক্রিয়ায় কোন শর্ট কাট অবলম্বন করা হয়েছে কিনা।