Tuesday, April 29, 2025
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম করোনার টিকা তৈরি করল রাশিয়া, পুতিনের মেয়েকে দেওয়া হয়েছে প্রথম ডোজ

মস্কো: বিশ্বের প্রথম করোনার টিকা তৈরি করল রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিলেন। রুশ প্রেসিডেন্টের দাবি সত্যি হলে, রাশিয়াই অন্য সকল দেশকে পিছনে ফেলে বাজিমাত করবে। বিশ্ববাসীর শঙ্কা দূর করে রুশ প্রেসিডেন্ট জানালেন, প্রথম টিকাটি দেওয়া হয়েছে তাঁর মেয়েকে।

ভ্যাকসিনটি দ্রুত ট্রায়ালের পর সবুজ সংকেত দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রক। রুশ বিজ্ঞানীরা দাবি করেছেন, বিভিন্ন ধাপে মানব শরীরে এই টিকা সাফল্য পেয়েছে। মঙ্গলবার রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষার শেষ ধাপেও সফল হয়েছে তাঁদের তৈরি ভ্যাকসিন।

ভ্লাদিমির পুতিন বলেন, করোনার বিরুদ্ধে সারা বিশ্বে রাশিয়াই প্রথম টিকা তৈরি করেছে। এটি দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। পুতিন জানান, তাঁর এক মেয়েকেও এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমার মেয়েও এই গবেষণায় অংশগ্রহণ করেছে।

পুতিন জানান, এই ভ্যাকসিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সামান্য জ্বর আসতে পারে। তাঁর মেয়ের ক্ষেত্রেও এমনটা হয়েছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তা সেরে গিয়েছে।

উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে পুতিনের দেশ রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯৭ হাজার ৫৯৯ জন। মারা গিয়েছেন ১৫ হাজার ১৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩ হাজার ১৭৫ জন।