Sunday, June 22, 2025
Latestদেশ

বাজেটে প্রতিরক্ষা খাতে ৩.৩৭ লাখ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার

নয়াদিল্লি: শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২০ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গতবারের থেকে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়ল বরাদ্দের পরিমাণ। ২০২০-২১ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে খরচ করা হবে ৩.৩৭ লাখ কোটি টাকা। যেখানে ২০১৯-২০২০ অর্থবর্ষে এই বরাদ্দ ছিল ৩.১৮ লাখ কোটি টাকা।

প্রতিরক্ষা খাতে বিপুল বাজেটের পূর্বাভাস আগেই থেকেই ছিল। এদিন বাজেট পেশের পর তা স্পষ্ট হল। দীর্ঘস্থায়ী সামরিক আধুনিকীকরণের উদ্দেশেই এই বরাদ্দ হল জানা গেছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট অনুযায়ী, মোট বরাদ্দের মধ্যে নতুন অস্ত্র কেনা, বিমান, যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক হার্ডওয়্যার কেনার জন্য মূলধন ব্যয় বাবদ ১.১৩ লাখ কোটি টাকা আলাদা করে রাখা হয়েছে। বেতন-ভাতা ও প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য যে রাজস্ব ব্যয় ২.০৯ লাখ কোটি টাকা ধরা হয়েছে।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন। বাজেটের একাধিক ইতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে মানুষের আয় বাড়বে। বিনিয়োগের পরিসর বাড়বে। দাবি এবং সরবরাহের পরিসর বাড়বে। আর্থিক প্রতিষ্ঠানের হাল ফেরাবে এবং বাজারে নগদের জোগান বাড়বে। যার ফলে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করবে।