আমফানের ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে ফের ২,৭০৭ কোটি টাকা দিল কেন্দ্র
কলকাতা: ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দ্বিতীয় পর্বে ২, ৭০৭.৭৭ কোটি টাকার আর্থিক প্যাকেজ দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়া আরও পাঁচটি রাজ্যকে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়া ওড়িশা, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য ক্ষতিপূরণ পাচ্ছে। ৬টি রাজ্যের জন্য মোট ৪,৩৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পাচ্ছে ২,৭০৭.৭৭ কোটি টাকা।
শুক্রবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলার জন্য আরও ২,৭০৭.৭৭ কোটি টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ফলে আমফানের ক্ষতিপূরণ বাবদ মোট ৩,৭০৭ কোটি টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গ।
দ্বিতীয় পর্বে আর্থিক প্যাকেজ ঘোষণার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মোদী সরকার কথা রেখেছে। এর আগে রাজ্য সরকারকে যে টাকা দিয়েছিল তা তৃণমূলের পার্টি ফান্ডে চলে গিয়েছে। এবার টাকা সঠিক ভাবে খরচ করাই রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফান আঘাত হানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে প্রায় এক লাখ কোটি টাকা। পরে বৈঠক করে রাজ্যের তরফে দাবি করা হয়, আমপানে ক্ষতির পরিমাণ প্রায় ৩৬ হাজার কোটি টাকা।


