রোজভ্যালি কাণ্ডে KKR সহ ৩ সংস্থার ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কলকাতা: রোজভ্যালি কাণ্ডে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-সহ ৩টি সংস্থার ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার ইডি এই তথ্য জানিয়েছে। KKR-র বিরুদ্ধে অভিযোগ, বিতর্কিত অর্থলগ্নি সংস্থার থেকে হিসেব বহির্ভূতভাবে টাকা নিয়েছে তাঁরা।
ইডির তরফে জানানো হয়েছে, কলকাতা নাইট রাইডার্স, সেন্ট জেভিয়ার্স কলেজ এবং মাল্টিপেল রিসর্টস প্রাইভেট লিমিটেডের মোট ৭০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডির তরফে জানানো হয়েছে, কলকাতা নাইট রাইডার্স, মাল্টিপেল রিসর্টস এবং সেন্ট জেভিয়ার্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টও আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে বাজেয়াপ্ত করেছে ইডি। তিনটি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে মিলিয়ে মোট ১৬.২০ কোটি টাকা রয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে রোজভ্যালি কাণ্ডে মোট ৪৭৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। রোজভ্যালির সঙ্গে কেকেআরের নাম জড়ায় ২০১২ সালে। সেসময় KKR-র অন্যতম স্পনসর ছিল গৌতম কুণ্ডুর সংস্থা। ২০১৫ সালে গ্রেফতার করা হয় গৌতম কুণ্ডুকে। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের প্রাক্তন সংসদ তাপস পালকেও।