১৮৭ ইনিংসে ২০০টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা
তিরুঅনন্তপুরম: টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার রোহিত শর্মার নামের পাশে জুটেছে ‘হিটম্যান’ উপাধি। ছক্কা মারার প্রতিযোগিতায় এবার পাকিস্থানের আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন হিটম্যান। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম তথা শেষ ইনিংসে ছুঁয়ে ফেলেন ২০০’র মাইলস্টোন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০টি ছক্কা মেরে শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত শর্মা।
এতদিন ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ২০০ ছক্কার রেকর্ড ছিল আফ্রিদির। তিনি ১৯৫ ইনিংসে ছক্কার ডাবল সেঞ্চুরি করেছিলেন। তবে হিটম্যান আট ইনিংস কম নিয়ে ‘ডাবল সেঞ্চুরি’ করলেন ১৮৭ ইনিংসে। তবে বল খেলার ভিত্তিতে ২০০ ছক্কার মাইলফলকে রোহিত হলেন তৃতীয় দ্রুততম। তিনি সময় নিয়েছেন ৮৩৮৭ বল। আফ্রিদির লেগেছিল ৪২০৩ বল। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের লেগেছিল ৬৩০৮ বল।
Rohit smashes his 200th six in ODIs. Innings taken to hit 200 ODI sixes:
187 ROHIT SHARMA
195 Shahid Afridi
214 AB de Villiers
228 B McCullum
241 C Gayle
248 MS Dhoni
343 S Jayasuriya #INDvWI pic.twitter.com/zLtGYnVzTH— Cricbuzz (@cricbuzz) 1 November 2018
২০০ টি ছয় মারার তালিকায় রোহিত আছেন ষষ্ঠ স্থানে। তাঁর আগে আছেন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেইল (২৭৫), জয়সূর্য (২৭০), ধোনি (২১৮) ও এবি ডেভিলিয়ার্স (২০৪)। রোহিত শর্মার দখলে আছে ২০২ টি ছয়। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন রোহিত। তার আগে রয়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি। ২১৮টি ছক্কার মালিক ধোনি।