Sunday, September 15, 2024
দেশ

ইডি অফিসে হাজিরা রবার্টের, গেট অবধি স্বামীকে পৌঁছে দিলেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: আর্থিক তছরূপ সংক্রান্ত অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র অফিসে হাজিরা দিলেন সনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢড়া। গত সপ্তাহে দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি। সেটি মঞ্জুর করে তাঁকে তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। স্বামীকে ইডি অফিসে পৌঁছে দিয়ে গেলেন স্ত্রী প্রিয়াঙ্কা। সম্প্রতি কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে  তাঁর নাম ঘোষিত হয়েছে।

বুধবার দুপুরে নিজের আইনজীবীদের সঙ্গে নিয়ে ইডি অফিসে গিয়ে পৌঁছন রবার্ট। প্রিয়ঙ্কা তাঁকে ইডি অফিসের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। আইনজীবীদের অন্য ঘরে বসিয়ে রবার্টকে জিজ্ঞাসাবাদের জন্য অন্য ঘরে বসানো হয়।

ইডি সূত্রে খবর, রবার্টের জন্য ৩৬টি প্রশ্ন তৈরি করেছেন ইডি আধিকারিকরা। মূলত আর্থিক লেনদেন ও লন্ডনে বেশ কিছু জমি কেনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলেও জানা গিয়েছে।

জেরার আগে রবার্টের অফিসে তল্লাশি চলে। রবার্টের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাঁর অফিসে তল্লাশি চলেছে।যদিও আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার অভিযোগ করেছে, রবার্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। তার মধ্যে একটি হলো লন্ডনে বেনামে ছটি ফ্ল্যাট কেনার অভিযোগ।